ঠিক ২৫ দিন আগে আইরা [মিথিলার মেয়ে] এক বছর পূর্ণ করেছে। তাই এখন নাটকে বিরতির পর একটু সময় দেওয়ার চেষ্টা করছেন মডেল কাম অভিনেত্রী মিথিলা। আজ ২৫ মে এই অভিনেত্রীর জন্মদিন। তবে ব্র্যাকের ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত বিধায় সকাল থেকে সন্ধ্যা অবধি মিথিলাকে অফিসেই কাটাতে হবে। এরপর একমাত্র মেয়ে আইরাকে সময় দেবেন। এবারের জন্মদিনটি মিথিলা মায়ের বাসাতেই উদযাপন করবেন। জন্মদিন প্রসঙ্গে মিথিলার ভাষ্য, 'ছোটবেলায় জন্মদিনে খুব মজা করতাম, হৈ-হুল্লোড় করতাম। কিন্তু এখন আর তেমনটা হয় না। আজ হয়তো সন্ধ্যার পর কেক কেটে পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করব।'