বিয়ের ফুল এখনো ফোটেনি বলেই মনে করেন বলিউড তারকা সুস্মিতা সেন। ২০ বছর গত হয়েছে তার মাথায় উঠেছিল মিস ইউনিভার্সের মুকুট। কিন্তু এখনো এই লাস্যময়ীর জীবনসঙ্গী হতে পারেননি কেউ। তবে পরিচালক বিক্রম ভাট ও অভিনেতা-মডেল রণদীপ হুদার সঙ্গে সম্পর্ক ছিল তার। মিস ইউনিভার্স খেতাবপ্রাপ্তির ২০ বছর পূর্তি উপলক্ষে ক্যান্সার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। এখানে তিনি বলেন, মন এখনো বলছে না বিয়ে করতে। জীবনে শেষ অবধি নিজের সেরাটা রেখে দেওয়া উচিত। সমাজের নিয়ম যে সবাইকেই মেনে চলতে হবে তা আমি মনে করি না। তাই বিয়ের জন্য কোনো তাড়া অনুভব করছি না।