সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের অভিনেত্রী লাইলা হাতামি ইসলামি আইন অনুযায়ী একজনকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল বা ঠিক করে হোক গালে গাল ঠেকিয়ে চুমু দিয়েছিলেন। দৃশ্যটি পৃথীবির বেশিরভাগ দেশেই নিতান্তই 'নিরামিশ'।
বিশেষত, অভিনয় বা মডোলিং জগতের সঙ্গে যারা জড়িত আছেন, তারা এ ব্যাপারটি খুব ভালো জানবেন, এই প্রথাটি একে অপরকে অভিনন্দন জানানোর প্রাচীন পদ্ধতি।
ইরানী এই অভিনেত্রীর প্রথম অপরাধ, তিনি তার মাথা সম্পূর্ণ না ঢেকেই সর্বসমক্ষে এসেছেন। যা ইসলামি আইন অনুযায়ী ধর্মবিরোধী। দ্বিতীয় অপরাধ, পর পুরুষের আলিঙ্গনে ধরা দিয়েছেন।
তাই ঠিক হলো লায়লা হাতামিকে জেলে নিয়ে গিয়ে তাকে ৫০ ঘা চাবুক মারা হোক! ইরানী আইন অনুযায়ী এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে।