প্রায় দুই বছর পর আজ প্রকাশিত হচ্ছে কণ্ঠশিল্পী পূজার তৃতীয় একক 'পূজা রিটার্নস'। এবার সংগীতা থেকে প্রকাশ হচ্ছে তার নতুন অ্যালবামটি। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সম্প্রতি অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও'র শুটিং করতে মালয়েশিয়া গিয়েছিলেন পূজা। অ্যালবামে গান থাকছে ৯টি। এতে পূজার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান ও কাজী শুভ। অ্যালবামটি নিয়ে পূজা বলেন, 'অ্যালবামের একটি গানের শুটিং মালয়েশিয়ায় করেছি। 'কেন বারে বারে' শিরোনামের এ গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। আধুনিক গানের পাশাপাশি বাণিজ্যিক ঘরানার গানও রেখেছি। আরও আছে রক, স্যাড রোমান্টিক ও দেশের গান। প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় পূজার প্রথম একক অ্যালবাম 'প্রজাপতির মন'। এরপর ২০১২ সালে ভ্যালেন্টাইন দিবসে প্রকাশ হয় তার দ্বিতীয় একক অ্যালবাম 'পূজার পূজা'।