একেই বলে সঠিক ঘরের বউ। সংসারে এসেই লক্ষ্মী গৃহিণীর মতো গোটা ব্যবসার দায়িত্ব কাঁধে নিয়ে নিলেন যশ চোপড়া পুত্রবধূ রানী মুখার্জি। আর শুধুই কি ব্যবসা! একেবারে ছবি পরিচালনার দায়িত্ব নিয়ে ফেলেছেন আদিত্যর বউ রানী। রানীর ছবি নিয়ে এই ভাবনা-চিন্তা শুরু নতুন ছবি 'মর্দানি'র শুটিং পর্ব থেকেই। জানা গেছে, এই ছবির শুটিংয়ে শুধু অভিনয় করেই ক্ষান্ত থাকেননি রানী। শুটিংয়ে রীতিমতো সাহায্য করেছেন পরিচালক আদিত্যকে। তবে রানী নাকি এবার তৈরি নিজের ছবি নিয়ে। আদিত্যর মা পামেলা চোপড়ার সঙ্গে জোট বেঁধে চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন রানী। তবে আপাতত ছবির ব্যাপারে কোনো কথা বলতে চাইছেন না।