এতদিন কম পোশাক বা বিনা পোশাকেই দেখা গিয়েছিল সানি লিওনকে। এমনকি রিয়্যালিটি শো থেকে বলিউডের পর্দায় সানির যৌনতাকে ক্যাশ করিয়ে মোটা টাকা প্রযোজকের ঘরে। তবে এবার সানিকে একেবারে অন্য ভূমিকায় সবার সামনে নিয়ে আসতে চলেছেন পাঞ্জাবি গায়ক গিরিক আমিন।
গিরিকের মিউজিক ভিডিও 'শাড়ি ওয়ালি গার্ল'-এ দেখা যাবে এই পর্নস্টারকে।
সানি জানিয়েছেন, 'দারুণ লাগছে। এই প্রথম কোনও ভিডিও অ্যালবামে কাজ করছি। গিরিক খুব ভালো গান করেছেন। আমি খুব এক্সাইটেড।'
জানা গেছে, ভিডিও অ্যালবামটির শ্যুটিং হবে সাহারা মরুভূমিতে। মরুভূমির গরম বালিতেই শাড়ি পরে শ্যুটিং করবেন বেবি ডল। মে মাসের শেষ সপ্তাহেই শুরু হবে এই ভিডিও অ্যালবামের শ্যুটিং।