অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ছোট ছোট ছেলেমেয়েরা প্রায় তিনরাত কাটিয়েছেন চিড়িয়াখানায়। আর সেই সংবাদ নিজের মুখেই জানালেন অ্যাঞ্জেলিনা।
ঘটনাটি হল, বর, বাচ্চা নিয়ে অ্যাঞ্জেলিনা এখন ব্যস্ত অস্ট্রেলিয়ার জঙ্গলে। আর সেখানেই তারোঙ্গা চিড়িয়াখানায় পশু পাখির গা ঘেষে রাত কাটালেন গোটা ব্র্যাঞ্জেলিনা পরিবার।
এবার এই চিড়িয়াখানায় নিশিযাপন নিয়ে বেশ উৎসাহী অ্যাঞ্জেলিনারা। সিডনি থেকে আরও গভীর জঙ্গলে যেতে চান ব্র্যাঞ্জেলিনা পরিবার।