পরিচালক মিজানুর রহমান লাবু আসছে ঈদকে লক্ষ্য করে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম 'মোহ মায়া আর ভালোবাসা'। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত একজন রোগীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বলা যায় এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকে সেলিমের বিপরীতে অভিনয় করেছেন কুসুম শিকদার। আরও অভিনয় করেছেন শাহাদাত। নাটকের গল্প রচনা করেছেন পরিচালক মিজানুর রহমান লাবু নিজেই। কেমন লেগেছে নাটকটিতে কাজ করতে? শহীদুজ্জামান সেলিম বলেন, 'এই ধরনের চরিত্রে কাজ করা একটু চ্যালেঞ্জিংই বটে। কারণ একটু স্টাডি করে তারপর অভিনয় করতে হয়। আশা করছি ভালো লাগবে।