দুই দিনব্যাপী নজরুল সম্মেলন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নজরুল সম্মেলন।
সুলতান ইশতিয়াকের একক প্রদর্শনী
২ জুন আলিয়ঁস ফ্রঁসেজে শেষ হচ্ছে সুলতান ইশতিয়াকের একক প্রদর্শনী। জলরং ও তেলরঙের অপূর্ব নান্দনিকতার মিশেলে শিল্পী এক ভিন্নধর্মী শৈল্পিকতা সৃষ্টি করেছেন দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে। গত ২০ মে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী শহীদ কবির।
১ জুন চন্দ্রকলার দশম বর্ষপূর্তি
গ্রুপ থিয়েটার ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদকে সংবর্ধনা প্রদান, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনাসভা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ১ জুন রবিবার প্রতিষ্ঠার ১ দশক উদযাপন করবে চন্দ্রকলা থিয়েটার।
সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন আইটিআই বিশ্বসভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।
নাট্যদলের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন চন্দ্রকলা থিয়েটারের এইচ আর অনিক। সবশেষে মঞ্চস্থ হবে
দলটির নিজস্ব প্রযোজনার নাটক 'তামাশা'।
১ জুন 'রক্তাক্ত প্রান্তর'
১ জুন রবিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে একাডেমির পোর্টরি প্রযোজনার নাটক 'রক্তাক্ত প্রান্তর'। মুনীর চৌধুরী রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন সুলতান সেলিম।
'রূপচাঁন সুন্দরী'র পালা
কাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে বঙ্গলোক নাট্যদলের প্রথম প্রযোজনার নাটক 'রূপচাঁন সুন্দরীর পালা'।
পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর শাস্ত্রীয় সংগীতের আসর
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে পণ্ডিত অমরেশ রায় চৌধুরীর একক শাস্ত্রীয় সংগীতের আসর। আসরে তিনি পরিবেশন করবেন ১৫টির মতো সংগীত।
অ্যালবাম প্রকাশিত হয়েছে।
উচ্চাঙ্গ সংগীতের আসর
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীদের উচ্চাঙ্গ সংগীত সন্ধ্যা 'বরেন্দ্র ধ্রুবপদশৈলী'।
অনুষ্ঠানে শিল্পীরা ধ্রুবপদ, খেয়াল ও ঠুমরি পরিবেশন করবেন।
দুই শিল্পীর পাঁচ অ্যালবাম
আগামী ৩১ মে সাংস্কৃতিক সংগঠন 'আনন্দধারা' শিল্পী ফারহাত হোসেন ও শিল্পী স্বপন দত্ত এবার মোট ৫টি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। এর মধ্যে থাকছে রবীন্দ্রসংগীতের চারটি এবং হারানো দিনের একটি অডিও অ্যালবাম। শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠান পালিত হবে।
আজ শেষ হচ্ছে পঞ্চম যাত্রা উৎসব
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ শেষ হচ্ছে পঞ্চম যাত্রা উৎসব ২০১৪। আজ সমাপনী দিনে পরিবেশিত হবে মধুমালা নাট্য সংস্থার 'আলোমতি প্রেম কুমার', মঞ্জুশ্রী অপেরার 'নিহত গোলাপ', তিতাস নাট্য সংস্থার 'জেল থেকে বলছি'।