সংগীতশিল্পী আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের বিষয় অন্যায়ভাবে অধিকার হরণ, নির্যাতন ও মানসিক চাপ প্রয়োগের প্রতিবাদ। লামিয়া ইসলাম অনন্যা বলেন, 'মানসিকভাবে ভেঙে পড়ায় আমার কি করণীয়, কি করা উচিত, কখনোই বুঝে উঠতে পারিনি। রুমির সঙ্গে চলমান মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই কি করছে রুমি। কীভাবে আমার অন্যায়ভাবে অধিকার হরণ করে এখন আবার মানসিক চাপে রেখেছে? অনন্যা জানান, শিল্পী পরিচয়ের অন্তরালে রুমি খুবই নিচু মানসিকতার একজন। এই মুহূর্তে ওর নানারকম কটূক্তি আর বিভিন্নজনকে দিয়ে যে চাপ সৃষ্টি করছে তাতে আমাদের জীবন নিয়ে শঙ্কায় আছি। আইনিভাবে নানাজনকে ম্যানেজ করে আমাদের নানাভাবে প্রতিহত করতে চাচ্ছে। একটি লোক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করে বুক ফুলিয়ে চলছেন। আর আমরা কষ্টে ও শঙ্কায় আছি। বারবার আপসে বসতে চেয়েও কিছুই হচ্ছে না। এর মধ্যে আমার আর আমার মায়ের ওপর হামলা ও আমাদের বাড়িতে ডাকাতির মতো ঘটনা ঘটে। যেগুলো রুমি তার লোকজন দিয়ে করিয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে, আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি প্রধানমন্ত্রী, সুধীজনসহ সবার কাছে সহযোগিতা চাচ্ছি, সুবিচার চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি।