মৌসুমী
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঢালিউডের ড্রিমগার্ল খ্যাত অভিনেত্রী মৌসুমীর। শুরু থেকেই অপ্রতিরোধ্য জনপ্রিয়তায় কাজ করে যাচ্ছেন তিনি। মাঝে স্বামী ওমর সানি আর সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও বর্তমানে বড় পর্দায় আবার নিয়মিত হয়েছেন। এখন তার হাতে রয়েছে এক ডজনের মতো ছবি। তাছাড়া শীঘ্রই ইমপ্রেস টেলিফিল্মের একটি চলচ্চিত্র পরিচালনা করবেন স্বপ্নকন্যা মৌসুমী।
শাবনূর
১৯৯৩ সালে প্রখ্যাত চিত্রনির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে আসেন শাবনূর। এহতেশাম পরিচালিত 'চাঁদনী রাতে' তার প্রথম ছবি। ছবিটি ভালো ব্যবসা না করলেও দর্শক-নির্মাতার নজর কাড়েন এই সুন্দরী নায়িকা। এরপর তুমুল জনপ্রিয়তার পথ ধরে ২০১০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন শাবনূর। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করতে গিয়ে ক্লান্ত এ অভিনেত্রী অবসাদ দূর করতে ওই বছর থেকে বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের কাছে থাকতে শুরু করেন। ২০১২ সালে সহশিল্পী অনিককে বিয়ে করেন। ২০১৩ সালে পুত্রসন্তানের মা হন। বর্তমানে সন্তানসহ অস্ট্রেলিয়াতেই আছেন। গতকাল শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী জানান, ঈদের পর আগস্টের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন শাবনূর। এসেই হাতে থাকা 'এমনতো প্রেম হয়' ও 'অবুঝ ভালোবাসা' ছবি দুটোর কাজ শেষ করবেন। তবে অভিনয়ে নিয়মিত হবেন কিনা তা জানাতে পারেননি তার বাবা।
পপি
ঢালিউডের বুনোসুন্দরী খ্যাত অভিনেত্রী পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত 'কুলি' ছবির মাধ্যমে বড় পর্দায় সফল যাত্রা শুরু করেন। তুমুল জনপ্রিয়তায় ২০০৯ সাল পর্যন্ত নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর কেন অনিয়মিত হয়ে পড়েন? এর জবাবে এই বুনোসুন্দরী বলেন, আসলে মানসম্মত গল্প পাই না এবং ঢালিউডে ছবি নির্মাণের সংখ্যা কমে যাওয়ায় বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েছি। ২০১২ সালে সর্বশেষ পপি অভিনীত 'গার্মেন্টস কন্যা' ছবিটি মুক্তি পায়। বর্তমানে তার হাতে রয়েছে-চার অক্ষরের ভালোবাসা, বিয়ে হলো বাসর হলো না, শর্টকার্ট বড় লোক, পৌষ মাসের পিরিত, দুই বেয়াইয়ের কীর্তি, মন খোঁজে বন্ধন ছবির কাজ।
পূর্ণিমা
ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী পূর্ণিমা ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' ছবির মাধ্যমে অভিনয়ে আসেন। অনিন্দ্যসুন্দরী এই অভিনেত্রী দক্ষ অভিনয় দিয়ে সহজেই দর্শক-নির্মাতার মন জয় করে নেন। ২০১০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন। ওই বছর বিয়ের পিঁড়িতে বসায় বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন এবং চলতি বছর মা হন তিনি। বর্তমানে সংসার-সন্তান নিয়েই ব্যস্ত রয়েছেন। তাই সহসা বড় পর্দায় ফিরছেন না বলে জানান মিষ্টি মেয়ে পূর্ণিমা।