ঈদ কেমন কাটল?
ঈদ আমি সবসময় চেষ্টা করি পরিবারের সঙ্গে কাটাতে। এবারের ঈদেও আমি তাই করেছি। সব মিলিয়ে ভালোই হয়েছে এবারের ঈদ। আনন্দ করেছি, মজা করেছি।
ঈদে প্রচারিত নাটকগুলো নিয়ে কিছু বলুন।
আমি সবসময়ই একটু বেছে কাজ করতে পছন্দ করি। এ ঈদেও আমি তাই করেছি। এবারের ঈদে আমার তিনটি নাটক করেছি। এর মধ্যে মাসুদ হাসান উজ্জ্বলের 'অক্ষয় কোম্পানির জুতা' নাটকটি নিয়ে অনেকেই বলেছেন ভালো হয়েছে। বিশেষ দিবসে নাটকে অভিনয়ে ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে। তাই প্রতিটি চরিত্রের জন্য ভেবেচিন্তে প্রস্তুতি নিয়ে অভিনয় করেছি। আর আমার এ চেষ্টা আমি অব্যাহত রাখতে চাই।
চলচ্চিত্রে অভিনয়ের কী খবর?
বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছি চলচ্চিত্রের কাজ নিয়ে। এরই মধ্যে 'প্রেম করব তোমার সাথে' চলচ্চিত্রের শুটিং শেষ। বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিবুল আলম রাকিব। এই চলচ্চিত্রটিতে মিলন ভাই ও আমি ছাড়া আরও অভিনয় করেছেন জায়েদ খান, ববিতা, শর্মিলী আহমেদ প্রমুখ।
আর শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন' ছবিটি?
এটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। অসাধারণ কাজ হয়েছে। শিহাব শাহীন ভালো নির্মাতা তাতে কোনো সন্দেহ নেই। তার প্রথম চলচ্চিত্র এটি। প্রথম চলচ্চিত্রে অভিজ্ঞতার কারণে অনেকেই হয়তো তাল ঠিক রাখতে পারে না। কিন্তু শিহাব শাহীন সবকিছু উতরে গেছে। যারা ছবিটি দেখবেন তারা আমার কথার সত্যতা প্রমাণ পাবেন।
শুভর সঙ্গে আপনার রসায়ন কেমন ছিল?
ভালো। আসলে চরিত্রের মধ্যে ডুবে গেলে রসায়ন এমনিতেই জমে যায়।
লাক্সে নতুন বিজ্ঞাপনটির কেমন সাড়া পেয়েছেন?
অনেক দিন পর একটি ভালো বিজ্ঞাপনে কাজ করলাম। লাঙ্রে বিজ্ঞাপনে আমি মৌসুমী আপু আর মেহজাবিন একটি নম্বরে মিসকল দেওয়ার কথা বলি। যার আমন্ত্রণ ভালো লাগবে তাদের বাড়িতে যাব এবং চুটিয়ে আড্ডা দেব। ঈদের আগে এই বিজ্ঞাপনটির কাজ করেছিলাম। লাঙ্রে ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন সময়ের তিনজনকে নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে বেশ সাড়া পাচ্ছি বিজ্ঞাপনটির জন্য।
'ভালোবাসার চতুষ্কোণ' নাটকটি নিয়ে কিছু বলুন?
ফেসবুকের মাধ্যমে বা কোথাও দেখা হলে দর্শক খুব আগ্রহ নিয়ে নাটকটির কথা বলেন। অনেকে আবার আলাদাভাবে দৃশ্যগুলোও মনে রেখেছেন। এ কৃতিত্ব অবশ্যই নাটকের পরিচালক শিহাব শাহীনের।
মায়ের অভিনয় দেখে ছেলে উদ্ভাস কি বলে?
ও আমার সবচেয়ে বড় ভক্ত। আমি আর এজাজ মুন্না [স্বামী] দুজনই কাজ নিয়ে ব্যস্ত থাকি, উদ্ভাস বিরক্ত করে না। বোঝে, মা-বাবা কাজে যায়। টিভিতে আমার নাটক দেখলেই দৌড়ে টিভির সামনে গিয়ে বসে। বাসায় অন্য কেউ থাকলে তাকেও ডেকে আনে।
শোবিজ প্রতিবেদক