প্রায় চার মাস বিদেশে কাটিয়ে বৃহস্পতিবার বিকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী রুহি। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনয় নিয়ে। তিনি মাহফুজ আহমেদ আর জয়া আহসানের সঙ্গে 'জিরো ডিগ্রি' ছবিতে অভিনয় করছেন। এই ছবির শুটিং শেষ করে গিয়েছিলেন লন্ডন। কিন্তু ডাবিং বাকি ছিল। এসে আবার অনিমেষ আইচের এই ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন। সঙ্গে যুক্ত হয়েছে নতুন ধারাবাহিকও।
রুহি বলেন, 'জিরো ডিগ্রিসহ বেশ কিছু কাজ হাতে জমা ছিল। তাই এসেই সেগুলো শুরু করেছি। শনিবার থেকে এর ডাবিং চলবে। এ পর্যন্ত ৭৫ শতাংশ কাজ হয়েছে। এ ছাড়া নতুন এক ধারাবাহিকের কাজও করব'।
'জিরো ডিগ্রি' ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা অনিমেষ আইচের। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহি, তারিক আনাম খান, ইরেশ যাকের, টেলিসামাদ, মীর রাবি্ব প্রমুখ।
রুহি আরও জানান, 'গ্ল্যামার' ছবিতে অভিনয়ের পর কলকাতার কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে। সব কিছু ঠিকমতো মিলে গেলে আবারও কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। রুহি গত এপ্রিলে কলকাতায় 'গ্ল্যামার' ছবির দৃশ্যধারণ শেষ করে লন্ডনে গিয়েছিলেন। এরপর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'সংগ্রাম' ছবিটির জন্য লন্ডন-ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন। এ ছাড়াও ছবিটি নিয়ে তিনি সিঙ্গাপুরের দর্পণ ও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন।
রুহি র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি এখন অভিনেত্রী হতে চান।