ছবি : হানিমুন
পরিচালনা : সাফিউদ্দিন সাফি।
পরিবেশনা : জাজ মাল্টিমিডিয়া।
অভিনয় : সৈয়দ হাসান ইমাম, আহমদ শরীফ, বাপ্পি ও মাহি।
বাপ্পি ও মাহিকে নিয়ে গল্প গড়িয়েছে হানিমুন ছবির। মাহির অভিনয় ছিল এই ছবির প্রাণ। অসাধারণ অভিনয় করে ছবিকে শীর্ষ তালিকায় পৌঁছে দিয়েছেন তিনি। গল্পে ভিন্নতা ছিল, তবে চিত্রনাট্যের গতি ভুগিয়েছে দর্শকদের। বাপ্পির চেষ্টা ছিল অন্যরকমভাবে নিজেকে উপস্থাপন করার, অনেকটা স্বাচ্ছন্দ্যে এগিয়েছেনও তিনি। কিন্তু নির্দেশনায় গা-ছাড়া ভাব ছিল মনে হয়েছে। তাই মাঝে মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়েছেন বাপ্পি। রোমান্টিক গল্প হলেও এতে টুইস্ট এবং নতুনত্ব ছিল বলে ছবিটি সহজেই দর্শক মন জয় করেছে। গল্প ভালোভাবেই সাজিয়েছেন নির্মাতা। ফলে গতানুগতিকতা না থাকায় পূর্ণ স্বাদ আস্বাদন করেছেন দর্শক। বিশেষ করে মহিলাদের মনে ধরেছে হানিমুন। যেহেতু রোমান্টিক ঘরানার ছবি এটি, তাই গানের ক্ষেত্রে নির্মাতা গভীর মনোযোগ দিলে অন্য রোমান্টিক ছবির মতো এর গানও মুখে মুখে ফিরত। চোখ ধাঁধানো না হলেও লোকেশন নজর কাড়তে পেরেছে। রূপসজ্জা ও পোশাক পরিকল্পনা ভালো ছিল। তবে এককথায় বলা যায়, ঈদের ছবি হিসেবে ৯৫ ভাগ পারফেক্ট ছিল হানিমুন। তাই এখনো আনন্দ আর আগ্রহ নিয়ে ছবিটি দেখছে দর্শক। এক্ষেত্রে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে সাধুবাদ দিতেই হয়। কারণ দর্শক পছন্দের ছবি নির্মাণে বরাবরই প্রতিষ্ঠানটি এগিয়ে আছে। আলাউদ্দীন মাজিদ