নতুন রূপে আসছেন রানী মুখার্জি। যারা ভেবেছেন তিনি ফুরিয়ে গেছেন কিংবা দিন শেষ- তাদের জন্য আসলে ধাক্কাই আসছে। কারণ রানী ফিরছেন 'মারদানি' নিয়ে। ফিরছেন বললে ভুল হবে, অ্যাকশন আর তুমুল অভিনয় নিয়ে সবাইকে তাক লাগাতে আসছেন তিনি। এ ছবিতে তাকে দেখা যাবে একেবারেই মারদাঙ্গা অবস্থায়। যেমনটা হলিউড ছবিতে অ্যাঞ্জেলিনা জোলিদের দেখা যায়। ছবিতে রানীর চরিত্র ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র পুলিশ অফিসারের। যে কি না ক্রিমিনালদের যমদূত। কিন্তু চড়াই-উতড়াই আছে তার। এমনই গল্প নিয়ে আসছে প্রদীপ সরকার পরিচালিত ছবিটি। এতে আরও অভিনয় করেছেন তাহির বাসিন, যীশু সেনগুপ্ত প্রমুখ। রানী আশাবাদী তার এ ছবিটি নিয়ে। আর দারুণ ব্যবসায় আশাবাদী প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।