একই সঙ্গে দুই বাংলায় প্রকাশ পেতে যাচ্ছে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার 'আকাশ ভরা সূর্যতারা' অ্যালবামটি। কবিগুরুর প্রেম, পূজা, প্রকৃতি ও স্বদেশ পর্যায়ের ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
বন্যা বলেন, 'কবিগুরুর প্রয়াণ দিবসে অ্যালবামটি প্রকাশ করার খুব ইচ্ছা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে এর কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। এখন অ্যালবামটির কাজ নিয়েই ব্যস্ত আছি। আশা করি, শীঘ্রই এটি প্রকাশ করতে পারব।' জানা গেছে, এপার বাংলায় ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে। আর অডিও প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি কলকাতা থেকে অ্যালবামটি প্রকাশ করবে।