অনেক টালবাহানার পর অবশেষে মুক্তির দোরগোড়ায় কেতন মেহতার ‘রঙ রসিয়া’। বহুদিন ধরে ছবিটির শুটিং এবং অন্যান্য কাজ শেষ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে ছবিটির মুক্তি। ঊনবিংশ শতকের বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার জীবনী নিয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি।
গত ৭ অাগস্ট মুক্তি পেয়েছে ছবিটির প্রথম অফিসিয়াল ট্রেলার। অভিনেতা রণদীপ হুদা ছবিটিতে রাজা রবি বর্মার ভূমিকায় অভিনয় করেছেন। ছয় বছর পরে এই সিনেমায় রাজা রবি বর্মার প্রেমিকার ভূমিকায় আবার বলিউডের ছবির জগতে দেখা যাবে নন্দনা সেনকে। নন্দনা সেন এবং রণদীপ হুদার বেশ কিছু ঘনিষ্ট দৃশ্যের জন্য এই ছবিটি বেশ সময় ধরে সেন্সর বোর্ডের জটে আটকে ছিল।
আগামী ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘রঙ রসিয়া’। ২০০৫ সালের ‘মঙ্গল পান্ডে’ সিনেমার নয় বছর পরে আবার পরিচালক রূপে দেখতে পাওয়া যাবে কেতন মেহতাকে। ছবিটি প্রযোজনা করেছেন ‘পেন ইন্ডিয়া’র জয়ন্তীলাল গাডা।