জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ও শামীম জামানের পরিচালনায় 'হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' নামের একটি নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান ও মডেল কাম অভিনেত্রী রাজী আলী। অষ্ট্রেলিয়ার সিডনীতে ' 'হিয়ার মাঝে লুকিয়ে ছিলে' নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জাহিদ হাসান ও রাজী আলী। পরিচালক শামীম জামানও অভিনয় করছেন এ নাটকে। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ার খতিব খামার বাড়িতে নাটকটির শুটিং চলছে। নাটকটি প্রযোজনা করছে শামীম জামানের নিজস্ব প্রযোজনা সংস্থা 'শরৎ টেলিফিল্ম'। জাহিদ হাসান বলেন , ' মডেল হিসেবে রাজি বেশ চমৎকার। অভিনয়েও বেশ ভালো। কোরবানীর ঈদে নাটকটি এসএটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক অভিনেতা শামীম জামান।