এসএ টিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে সম্পূর্ণ ব্যাংককে নির্মিত ধারাবাহিক নাটক 'ফেস'। ব্যয়বহুল এই ধারাবাহিকটি নির্মাণ করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট। রচনা ও পরিচালনায় রায়হান খান। অভিনয় করেছেন আবুল হায়াত, তারেক আনাম খান, তানিয়া আহমেদ, নোবেল, সাজু খাদেম, মৌসুমী হামিদ, সাজ্জাদ হোসেন, অপর্ণা ঘোষ, আশা, শাহেদ শরীফ খান, নোভা ফিরোজ, আরিয়ান প্রমুখ। ধারাবাহিকটি প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে। গল্পে দেখা যাবে- প্রফেসর রিজভী আবিষ্কার করেছেন এক বিশেষ ধরনের ধান বীজ। যা বছরের যে কোনো সময় চাষ করা যায়। এ ছাড়া ফলন হয় যে কোনো ধানের চেয়ে দশগুণ। প্রচার হওয়ার পরই হুমড়ি খেয়ে পড়ে ধান উৎপাদনকারী দেশ থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। পৃথিবীকে জানাতে কনফারেন্স আয়োজন করা হয় থাইল্যান্ডে। রিজভী সাহেব যথেষ্ট সিকিউরিটির মধ্য দিয়ে আসেন পাতাইয়া শহর থেকে দূরে একটি নির্জন বাড়িতে। কারণ তার খুন হওয়ার সম্ভাবনা আছে। একটি চক্র তাকে খুন করে নতুন ধান বীজের ফর্মুলা কেড়ে নিতে চায়।
'ফেস' নিয়ে নির্বাহী প্রযোজক সাজু মুনতাসির বলেন, 'অসম্ভব পরিশ্রম করে আমরা এ ধারাবাহিকটি নির্মাণ করেছি। এটি নাটক হলেও আমরা ফিল্মের অ্যারেঞ্জমেন্ট করেছি। সবই দর্শকের জন্য। এখন দর্শক দেখলেই আমাদের সবার পরিশ্রম সার্থক।'