সাই-ফাই সিরিজ 'ট্রান্সফরমার্স'-এ অ্যাকশন দৃশ্যে নায়কের কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছেন। এবার মেগান ফঙ্ জানালেন, হতে চান সুপার হিরো। তিনি বলেন, 'আমার মাথায় এখন তেমন কিছু আসছে না, তবে 'জেন থার্টিন' নামে একটি কমিক বই আছে, যেটা নিয়ে সিনেমা বানানো উচিত।' আবেদনময়ী এবং দুর্ধর্ষ তিন নারী সুপার হিরোকে নিয়ে এগিয়েছে, 'জেন থার্টিন' কমিক বইটির গল্প। কেইটলিন ফেয়ারচাইল্ড, রক্স্যান ফ্রিফল এবং সারাহ রেইনমেকার- এই তিন সুপার হিরোইনের যে কোনো একজন হতে পারলেই বর্তে যাবেন ২৮ বছর বয়সী মার্কিন এই অভিনেত্রী।