সময় নাট্যদল প্রযোজনা 'শেষ সংলাপ' ৬০তম রজনীতে পদার্পণ করতে যাচ্ছে। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর নাটকটি প্রথম মঞ্চে আসে। এ পর্যন্ত দেশ-বিদেশে নাটকটির ৫৯টি প্রদর্শনী হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এঙ্পেরিমেন্টাল থিয়েটার হলে 'শেষ সংলাপ' নাটকটির ৬০তম প্রদর্শনী হতে যাচ্ছে। এটি 'সময়'র ২৯তম এই প্রযোজনা। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের 'সুলতানুজ জান্নাম' অবলম্বনে 'শেষ সংলাপ' নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
অভিনয় করছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা প্রমুখ।