অলিম্পিকে ভারতের হয়ে পদকজয়ী বক্সর মেরি কমের জীবনীভিত্তিক ছবি 'মেরি কম'র ট্রেইলার মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ইউটিউবে দেখা হয়েছে ৪০ লাখেরও বেশিবার। মেরি কমের ভূমিকায় প্রিয়াঙ্কার অভিনয়ের ঝলকও অনেককেই মুগ্ধ করেছে। কিন্তু এই ছবি কি উত্তর-পূর্ব ভারতের মণিপুরের ছোট্ট এক গ্রামের মুষ্টিযোদ্ধা মেরি কমের গল্প নাকি হার না মানা এক ক্রীড়াবিদের জীবনযুদ্ধের বলিউডি বয়ান- সে প্রশ্ন রয়েই গেছে। ছবির দুই মিনিট ৫৪ সেকেন্ডের ট্রেইলারে তুলে ধরা হয়েছে মণিপুরের ছোট্ট একটি গ্রামের দরিদ্র পরিবারের মেরি কমের বিশ্বসেরা বক্সিার হয়ে ওঠার গল্প। সেই সঙ্গে উঠে এসেছে প্রেম, বিয়ে আর দুই সন্তানের মা হওয়ার পরের গল্প।