'৯০০' ডলারের বিনিময়ে গায়িকা মাইলি সাইরাসকে চুমু খেয়েছেন তার এক ভক্ত। শুধু চুমুই নয়, প্রিয় গায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও সুযোগ মিলেছে তার। পহেলা আগস্ট নিউইয়র্কে সাইরাসের 'ব্যাঙ্গারজ ট্যুর'র অংশ হিসেবে একটি বিশেষ প্যাকেজের আয়োজন করা হয়েছিল, যার আওতায় ৯০০ ডলার দিলেই মিলবে প্রিয় গায়িকার সঙ্গে দেখা করা এবং কথা বলার সুযোগ। সেদিন নিউইয়র্কে কনসার্ট শুরু করার আগে আরও কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করেন সাইরাস। কিন্তু ডেভিড নামের ওই ভক্ত তাকে একটি বিশেষ অনুরোধ করে বসেন। প্রিয় গায়িকাকে একবার চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ডেভিড। অনুরোধ রাখেন সাইরাস।