পরিচালনার জগতে পা রেখেই ১০ দিনের মাথায় ২০০ কোটি টাকার সাফল্য পেয়েছেন। তাই ছবির সিক্যুয়াল বানানোর ইচ্ছা জানালেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ‘কিক’র পরিচালক সাজিদ নাদিদওয়ালার কথাই বলছি। বলিউডে ছবি প্রযোজনার জগতে বহুদিন ধরে যুক্ত থাকলেও এই প্রথম পরিচালনায় আসেন সাজিদ।
সুরেন্দর রেড্ডির তেলেগু ছবি ‘কিক’ সিনেমার রিমেক করে বলিউডে সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ছবি তৈরি করেছেন সাজিদ। গত ২৫ জুলাই ঈদের দিন মুক্তি পেয়েই বক্স অফিসের প্রায় সমস্ত ছবির রেকর্ড ভেঙে দিয়ে বিপুল সাফল্য অর্জন করেছে এই ছবিটি।
সাজিদ তার টুইটার অ্যাকাউন্টে জানান, ‘কিক ছবি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আমিও ভীষণভাবে চাই কিক ২ তৈরি করতে।’ গত ৯ অগস্ট এই কমেন্টটির পরেই বিপুল রিটুইট হয়েছে সাজিদের অ্যাকাউন্টে। শোনা যাচ্ছে সাজিদের ইচ্ছা সিক্যুয়ালটিতেও নায়কের ভূমিকায় সালমান খানকেই রাখতে চান।