এক-দুই কোটি নয়, পাক্কা ১০০ কোটি রুপি দিয়ে একটি বাংলো কিনলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইয়ে ভারসোভার সমুদ্রঘেষা বাংলোটি 'দরিয়া' মহল হিসেবে পরিচিত। এতে ১৫টি শোবার ঘর আছে। প্রতিটি ঘর থেকেই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
বাবার মৃত্যুর পর থেকে প্রিয়াঙ্কা এখন মাকে নিয়ে থাকেন লোখান্ডওয়ালায়। এ জায়গার চেয়ে অনেক বেশি নিরিবিলি থাকার পরিবেশ আছে দরিয়া মহলে। অবশ্য নির্জন পরিবেশে থাকার জন্য অঢেল অর্থও গুনতে হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।
জানা গেছে, তিন বছর ধরে মনের মতো বাড়ি খুঁজছিলেন প্রিয়াঙ্কা। ভক্তদের বিড়ম্বনা এড়ানোর পাশাপাশি বিলাসবহুলভাবে থাকাও যাবে এমন জায়গা পাচ্ছিলেন না তিনি। অবশেষে দরিয়া মহলে স্বপ্নের সেই বাড়ি পেয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী-গায়িকা। সেজন্যই আগেপিছে না ভেবে ১০০ কোটি রুপি ঢেলে দিলেন বাড়িটি কিনতে।
দরিয়া মহল যেখানে অবস্থিত সেই সড়কে আরো সাতটি প্রাচীন আমলের সম্পত্তি রয়েছে। টেক্সটাইল বণিক মানেকলালা চুনিলাল চিনাই’র জন্য ত্রিশের দশকে এটি গড়ে তোলেন ব্রিটিশ স্থপতি ক্লাউডি ব্যাটলি। চুনিলালের মৃত্যুর পর সম্পত্তিটি দেখভাল করছেন তার নাতি হরিষ চিনাই। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাড়িটি বলিউডের প্রযোজকদের শুটিংয়ের জন্য ভাড়া দিতেন।
এদিকে জুহুর ময়ূর মহলে আরেকটি বাংলো কেনার পরিকল্পনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এসব খবর কতটা সত্যি তা সময়ই বলে দেবে।