সম্প্রতি শাহরুখ-গোরী দম্পতি গিয়েছিলেন দুবাই। নিজের আবাসন প্রকল্প 'রয়্যাল এস্টেটস বাই শাহরুখ খান'-এর উদ্বোধন করাই ছিল ৪৮ বছর বয়সী কিং খানের দুবাই সফরের মূল কারণ।
বলিউডের এই নামী অভিনেতা যে মিলিয়নিয়ার সেটা কারও অজানা নয়। ব্যক্তিগত লিমুজিনে চড়ে রাজকীয়ভাবেই ঘোরাফেরা করেছেন তিনি। স্ত্রীকে নিয়ে বিলাসবহুল লম্বা গাড়িটি থেকে নামতে দেখে মুগ্ধ হন দুবাইবাসী। তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির রাজপরিবারের ব্যক্তিত্বরা।
ভারতীয় তারকাদের মধ্যে বর্তমান সময়ের সবচেয়ে ধনী এই অভিনেতা নতুন প্রকল্পের মাধ্যমে নিজের সম্পদটা কয়েকগুণ বাড়িয়ে নেবেন বলে আশা করা যাচ্ছে। ২৩ লাখ স্কয়ার ফুট জায়গার ওপর গড়ে ওঠা আবাসনটির মূল্য ২৩ বিলিয়ন দিরহাম।
'রয়্যাল এস্টেটস বাই শাহরুখ খান'-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, কানাডা ও যুক্তরাজ্যের বিত্তশালীরা।