ঝুলিতে একটার পর একটা হলিউড ব্লকবাস্টার। প্রিটি ওম্যান, রানঅ্যাওয়ে ব্রাইড, স্টেপমম, ইট প্রে লাভ, নটিং হিল কিংবা সাম্প্রতিকতম ওসেজ কাউন্টি- প্রতিটি চরিত্রের জন্যেই পেয়েছেন ফিল্ম ক্রিটিক থেকে আম জনতার কুর্নিশ। পেয়েছেন ওস্কারের মতো পুরস্কারও।
ডাকসাইটে অভিনেত্রী জুলিয়া রবার্টস স্বীকার করে নিলেন যে, একটা সময় ছিল যখন তিনি নিজেকে সব চেয়ে সুন্দরী অভিনেত্রী বলে মনে করতেন। তবে তিনি নাকি চলচ্চিত্র জগতের কাছে কৃতজ্ঞ কারণ সুন্দরী এবং লাস্যময়ী অভিনেত্রীর তকমা কোনোদিন আঁটা হয়নি তার গায়ে। আর ঠিক এ কারণেই বাস্তবের মাটিতে পা টিকিয়ে রাখতে পেরেছেন তিনি।