নতুন ছবিতে চুক্তবিদ্ধ হলেন জায়েদ খান। ছবির শিরোনাম ‘হিটার’। এটি পরিচালনা করবেন রকিবুল আলম রাকিব। এতে অন্যরকম এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন জায়েদ। এই পুলিশ কর্মকর্তার কথার আগে হাত চলে। সবসময় সরাসরি আঘাত হানতে অর্থাত্ হিট করতে পছন্দ করেন তিনি। তাই এই পুলিশ কর্মকর্তাকে হিটার নামেই চেনেন সবাই। আর তার প্রেমিকার চরিত্রে পরিমনি।
২৫ আগষ্ট থেকে ছবির শুটিং শুরু হবে। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পরিমনির সঙ্গে কাজ করছেন জায়েদ খান। এর আগে তারা ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে কাজ করেন। ‘গার্লফ্রেন্ড’ শিরোনামের আরেকটি নতুন ছবিতেও এ মাসেই কাজ শুরু করবেন জায়েদ। এটিও নির্মাণ করবেন রাকিব। ২২ আগষ্ট মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত সোহেল রানা নির্মিত ‘অদৃশ্য শত্রু’ ছবিটি। বর্তমানে জায়েদের হাতে রয়েছে প্রায় একডজন ছবির কাজ।