গেলো বছরে পাঁচ পাঁচটি সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। চলতি বছরের প্রথমদিকে এ অভিনেত্রী খুব একটা সুবিধা করতে না পারলেও বছরের শেষে ঠিকই চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। আর এই এক ছবিই বলিউডের সব ব্যবসা সফলতার হিসাব-নিকাশও পাল্টে দিতে পারে। ছবির নাম ‘হ্যাপি নিউ ইয়ার’। পরিচালনা করছেন ফারাহ খান।
ছবির শুটিং শুরুর আগে থেকেই ছবিটি নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার ঘোষণা এলে এর প্রতি দর্শকদের আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ। বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে এখানে দেখা যাবে দীপিকাকে। এটি এই জুটির তৃতীয় ছবি। সর্বশেষ ‘চেন্নাই এক্সপ্রেস’-এ জুটিবদ্ধ হয়ে ব্যাপক সফলতা পেয়েছিলো এই জুটি। বিভিন্ন ছবিতে এরই মধ্যে দীপিকা নিজের ভার্সেটালিটির পরিচয় দিয়েছেন। তবে এই ছবিতে তার অভিনয়, পারফরমেন্স, আবেদনময়ী রূপ- সবই শতভাগ পাওয়া যাবে বলে পরিচালক দাবি করেছেন। দীপিকাও নিজে অপেক্ষায় আছেন এই ছবি মুক্তির। ছবিটি তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে বলেও ধারণা করা হচ্ছে। তবে আগের দুটির চেয়েও ঘনিষ্ঠরূপে এ ছবিতে দেখা যাবে শাহরুখ-দীপিকাকে।
ছবির মাধ্যমে গত বছরের মতো এ বছরও নিজের সফলতার ধারাবাহিকতা দীপিকা অক্ষুণ্ন রাখতে পারবেন এটা তো বলাই যায়। এ প্রসঙ্গে দীপিকা পাডুকোন বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি নিয়ে মানুষের যে কৌতূহল তৈরি হয়েছে, সেটা দেখে অবাক হতে হয়। কারণ, যেখানেই আমি যাই এই ছবিটি সম্পর্কে সবাই প্রশ্ন করেন। এটি নিয়ে আমার নিজেরও আশাবাদটা একটু বেশি। কারণ, ‘হ্যাপি নিউ ইয়ার’ একটি পরিপূর্ণ ছবি। সবকিছুই একসঙ্গে দর্শক এখানে পাবেন। আশা করছি ছবিটি দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হবে।