ইলোরা শারমিন। পেশায় একজন প্রকৌশলী হলেও অভিনয়কেই ক্যারিয়ার হিসেবে নিতে চান। অল্প সময়ে যে কয়েকজন অভিনেত্রী মিডিয়া জগতে জনপ্রিয় হয়েছেন ধারণা করা হচ্ছে তিনি তাদের মধ্যে একজন।
ছোটবেলা থেকেই নাটক-চলচ্চিত্রের প্রতি তার বেশ আগ্রহ ছিল। পড়াশোনার ফাঁকে একটু সময় পেলেই ছুটে যেতেন টিভির ঘরে। এ সময় কয়েকটি মঞ্চ নাটকের মূল চরিত্রেও অভিনয় করেন শারমিন। তবে মিডিয়ার প্রতি এই অগাধ ভালবাসা তার পড়াশোনার উপর কখনও প্রভাব ফেলেনি। তাই তো এত কিছুর মধ্যেও ২০০৮ সালে আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসই'তে বিএসসি শেষ করেছেন তিনি। বর্তমানে একটি আইটি প্রতিষ্ঠানে ‘সফটওয়্যার কোয়ালিটি এনালিস্ট’ পদে চাকুরি করছেন।
খুব পরিপাটি মেয়ে শারমিন। সবসময় সেজেগুজে থাকতে পছন্দ করেন। এমনকি নিজের জিনিস পত্র নিজেই গুছিয়ে রাখতে পছন্দ করেন। আড্ডাপ্রেমীও বটে। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা, রকমারি সব রান্না ও পরিবারকে সময় দেন তিনি।
মায়ের উৎসাহ আর ভালবাসায় মিডিয়া জগতে শারমিনের হাতেখড়ি হয় ২০১২ সালে 'রাইট অর রং' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শারমিনের। দিন দিন তার কাজের চাপ যেমন বেড়ে চলেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শারমিনের জনপ্রিয়তা। ইতিমধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে রাইট অর রং, ইয়োথ ইন লাভ, খলনায়ক, ব্যাচেলর২৪ অন্যতম।
অভিনয় করেন মূলত ছোট পর্দায়। তবে সুযোগ পেলে বড় পর্দায়ও অভিনয় করতে চান তিনি।