দীর্ঘদিন পর নিজের নির্মিত চলচ্চিত্র নিয়ে ফিরছেন, এ প্রসঙ্গে কিছু বলুন-
হ্যাঁ, ২০১১ সালে সর্বশেষ আমার পরিচালিত 'মায়ের জন্য পাগল' ছবিটি মুক্তি পেয়েছিল। 'অদৃশ্য শত্রু' আমি প্রযোজনা করলেও এটি পরিচালনা করেছে আমার ছেলে মাশরুর পারভেজ এবং আমার ভাই কামাল পারভেজের ছেলে আকিব পারভেজ। অ্যাকশনধর্মী গল্পের ছবি হলেও একে ব্যতিক্রম বলব না। এতে ডিফারেন্ট স্টাইল, আধুনিকতার ছোঁয়া এবং একটি ইউনিভার্সেল মেসেজ রয়েছে। ছবিটি দেখে দর্শককে ভাবতে হবে গল্পে কী বলা হয়েছে। যা বলা হয়েছে তা অবশ্যই সত্যি কিনা। আসলে ওরা চমৎকার একটি ছবি নির্মাণ করেছে। সেন্সর বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছেন এবং আনকার্ট ছাড়পত্র দিয়েছেন।
বরাবরই নতুনদের ব্রেক দিয়ে আসছেন এবং সাফল্য পাচ্ছেন, কীভাবে সম্ভব হচ্ছে?
গত ৪০ বছর ধরে অনেককেই চলচ্চিত্র জগতে এনেছি। তারা প্রতিষ্ঠাও পেয়েছে। তাদের মধ্যে অঞ্জনা, জুলিয়া, রুবেল, আজাদ রহমান, শহীদুল ইসলাম খোকন, শামসুদ্দিন টগরসহ অনেকেই আছেন। মানে শুধু অভিনয়শিল্পী নয়, গান, নির্মাণ সব ক্ষেত্রেই নতুনদের ব্রেক দিয়েছি। আসলে এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমার বিশ্বাস ছিল তারা পারবে। আর তারা তাদের দক্ষতা দিয়ে আমার ভাবনাকে সত্যি পরিণত করেছে। এবার 'অদৃশ্য শত্রু'তে মাশরুর অভিনয় করেছে ইয়ুল রায়হান নামে। সেও অসাধারণ কাজ করেছে। দর্শক ছবিটি দেখলেই এর প্রমাণ পাবে।
মাশরুরের অভিনয় প্রসঙ্গে কী বলবেন?
ও আসলে অভিনয়ে আসতে চায়নি। যে শিল্পীর ওই চরিত্রে কাজ করার কথা ছিল সে শিডিউল মিস করায় আমি জোর করে মাশরুরকে অভিনয়ে এনেছি। আমার বিশ্বাস ছিল সে পারবে। আসলেই ও পেরেছে। ছবিটি মুক্তি পেলে দর্শক নিঃসন্দেহে তাকে নায়ক হিসেবে গ্রহণ করবে। কারণ ওর ফিগার, ভয়েস, পারফরম্যান্স সত্যিই অসাধারণ। আমার সন্তান বলে বলছি না, ওকে সত্যিই দর্শক ঢালিউডের অন্যতম একজন নায়কের আসনে উপবিষ্ট করাবে। কারণ নায়োকোচিত সব গুণ ওর মধ্যে আছে।
আর নির্মাণে দুজনকে কীভাবে মূল্যায়ন করবেন?
যদিও নির্মাণে দুজনের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তারপরও বলব এক্ষেত্রে প্রচণ্ড আগ্রহ তাদের সফল করেছে। তারা চমৎকার একটি ছবি নির্মাণ করেছে। মাশরুর প্রথমে ছোট একটি ক্যামেরা কিনে তা দিয়ে আড়াই মিনিটের একটি শর্ট ফিল্ম তৈরি করে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এটি দেখে প্রশংসা করেন এবং তার চ্যানেলে প্রচার করেন। এতে মাশরুর উৎসাহিত হয় এবং ছবি নির্মাণের সিদ্ধান্ত নেয়। সে ছবি নির্মাণ ও ডিজিটাল প্রযুক্তি নিয়ে এনালাইসিস করছে। আমার বিশ্বাস, দর্শক তাদের কাজ নিঃসন্দেহে গ্রহণ করবে। কারণ ছবি নির্মাণের অত্যাধুনিক ধ্যান-ধারণায় তারা পরিপূর্ণ হয়েছে।
কী ধরনের ম্যাসেজ রয়েছে এই ছবিতে?
সম্পূর্ণ পারিবারিক ম্যাসেজ রয়েছে। বাবা-মা ও সন্তানদের সম্পর্কের টানাপড়েন প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায়। এ ছবিতে বাবা ও কন্যার সম্পর্ক নিয়ে সাংঘর্ষিক একটি বিষয় তুলে ধরা হয়েছে। যা অবশ্যই শিক্ষণীয়। ছবিটি পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। সব মিলিয়ে বিনোদনমূলকভাবে ম্যাসেজ নির্ভর ছবি হয়েছে 'অদৃশ্য শত্রু'।
আলাউদ্দীন মাজিদ