পরিচালনা : বদিউল আলম খোকন
প্রযোজনা : শাকিব খান
অভিনয় : শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর।
অ্যাকশন গল্পের ছবি 'হিরো দ্য সুপারস্টার'। প্রযোজক শাকিব এবং পরিচালক খোকন দর্শকদের হতাশ করেননি। তবে চিত্রনাট্য আরেকটু সাবলীল হতে পারত। অভিনয়ের ক্ষেত্রে শাকিব তার মুন্সিয়ানা বজায় রেখেছেন। অভিনয়ের মতো নির্মাণেও সফল শাকিব। তার সঙ্গে যথারীতি দর্শক নজর কেড়েছেন অপু বিশ্বাস। গান নির্বাচন এবং সুরারোপের ক্ষেত্রে যত্নবান হওয়া প্রয়োজন ছিল। বিদেশি মনোরম লোকেশন ব্যবহার দৃষ্টিনন্দন হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। সেট ডিজাইন, রূপসজ্জা, পোশাক পরিকল্পনা চমৎকার। সুস্থ বিনোদনের সব উপকরণ আছে ছবিতে। অ্যাকশন দৃশ্যে নতুন স্টাইল আনলে গল্পের মান বাড়ত। এসব দৃশ্যে তামিল বা তেলেগু ছবির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেলেও তাতে দোষের কিছু দেখেনি দর্শক। কারণ, তামিল-তেলেগু ছবির ছায়া শুধু বাংলাদেশে নয়, বলিউড এবং টলিউডেও চলছে যুগ যুগ ধরে। বিশ্বায়নের যুগে এটি অপরাধ বা অবাস্তব কিছু নয়। বলিউডে সালমান খান প্রযোজিত ১০০ কোটি রুপির সুপারহিট ছবি 'ওয়ানটেড' ছিল তামিল ছবির হুবহু অনুকরণ। আমির খানের 'গজনী'ও তাই। এসব নিয়ে প্রশ্ন তোলা বর্তমান সময়ে অবান্তর। কারণ, বন্ধুভাবাপন্ন প্রতিটি দেশ তাদের কাজ অনুসরণ বা অনুকরণ করবে- এটিই স্বাভাবিক। এ কারণে দু-একজনের নেতিবাচক প্রশ্ন সত্ত্বেও 'হিরো দ্য সুপারস্টার' শীর্ষস্থান বজায় রেখেছে এবং শাকিব খান প্রথম নির্মাণেও সফল হয়েছেন। এককথায় দারুণ উপভোগ্য হয়েছে ছবিটি।