জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও মডেল কাম অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবারই প্রথম জুটিবদ্ধ হয়ে একটি নাটকে অভিনয় করেছেন। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় 'গুম' নাটকে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে মৌ ও শতাব্দী ওয়াদুদকে। একজন সাধারণ দম্পতি শতাব্দী ও মৌ। তাদের ঘরে একটি সন্তানও আছে। অভিনয় করারই প্রবল আগ্রহ তার। একদিন শতাব্দী অভিনয় করার সুযোগও পেয়ে যান। নিজের কষ্টার্জিত টাকা নিয়ে যখন স্ত্রী আর সন্তানের কাছে ফিরছিলেন তখনই তিনি গুম হন। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'গুম' নাটকে একসঙ্গে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, 'দিদারের গল্প বলার ধরনটি সত্যিই ভালো লেগেছে আমার। শতাব্দী ওয়াদুদের সঙ্গে প্রথম কাজ ছিল। আমরা চেষ্টা করেছি গল্পটিকে প্রাণবন্ত করে তোলার জন্য।' শতাব্দী ওয়াদুদ বলেন, 'বহু আগে থেকেই আমি মৌ আপুর একজন ভক্ত। একজন দুর্দান্ত পারফরমার তিনি। এতটা সহযোগিতাপরায়ণ এবং হাসি মুখরিত একজন মানুষ তিনি ভাবতেই পারিনি। ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।