'বয়স যখন ২১', 'কারও কোনো নীতি নাই', 'আমার বউ সব জানে' নামসহ অনেক নাটকে মিডিয়ার নতুন তরুণ মুখ নিয়ে কাজ করেছেন নির্মাতা সাইফুল ইসলাম মান্নু। যারা পরবর্তীতে পেয়েছেন তারকাখ্যাতি। এবারও তিনি এনটিভির জন্য নতুন একটি ধারাবাহিকে একঝাঁক নতুন মুখ রেখেছেন। আজ থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে। তার নিজের রচনা ও পরিচালনায় এ নাটকের নাম 'চলো হারিয়ে যাই'। এরই মধ্যে উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, নাঈম, মিশু সাব্বির, আমিন আজাদ, হাসান আজাদ, রাজিব সালেহীন, মাসিয়াত, তৃণ প্রমুখ। নাটকটি নিয়ে মান্নু বলেন, 'নতুনদের নিয়ে আগেও কাজ করেছি, এখনো করছি। এ নাটকে অনেকেই র্যাম্প মডেলিং থেকে আসা। নতুন ও পুরাতন শিল্পীদের দেখা যাবে এ নাটকে।
১০৪ পর্বের নির্মিত এ নাটক আজ থেকে এনটিভিতে রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে।