নিজেকে একটু নতুনভাবে দর্শকদের কাছে তুলে ধরতে ব্যস্ত খান পতৌদির নবাব সাইফ আলী খানের সহধর্মিণী 'হিরোইন' তারকা কারিনা কাপুর। সম্প্রতি বাংলা ছবিতে অভিনয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি। গতকাল একটি ছবির প্রচারে কলকাতায় এসে এ কথা জানিয়েছেন কারিনা। 'সিংঘম রিটার্নস' ছবির প্রচারের জন্য কলকাতায় এসেছিলেন কারিনা। সঙ্গে ছিলেন এ ছবির নায়ক অজয় দেবগনও। কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারিনা বলেন, 'ভালো কাহিনী পেলে আমি বাংলা ছবিতে অভিনয় করতে আগ্রহী। অমি সবসময় ভালো কিছু কাজ করার চেষ্টায় থাকি। অভিনয়ের বিষয়ে আমি কোনো ছাড় দিতে রাজি নয়। এমনকি আমি আমার স্বামী সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছি না দর্শক অন্যভাবে দেখবে বলে। আমি অনেক সময় বাংলা ছবি দেখার চেষ্টা করি। বেশ কিছু বাংলা ছবির গল্প আমার ভালো লাগে।' কারিনার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অজয় দেবগনও জানিয়েছেন, বাংলা ছবিতে অভিনয় করতে তারও আপত্তি নেই। অজয় দেবগন এর আগে প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষের 'রেইনকোট' ছবিতে অভিনয় করেছিলেন।