নামী মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের (৬৩) মৃতদেহ গতকাল সোমবার তার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
'গুড মর্নিং ভিয়েতনাম', 'ডেড পয়েটস সোসাইটি' অনুষ্ঠানের জন্য বিখ্যাত উইলিযামস 'গুড উইল হান্টিং' মুভিতে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন।
বেশি মাত্রায় অ্যালকোহল ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ায় তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিছুদিন আগেই তিনি পুনর্বাসন কেন্দ্র থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন।
রবিন উইলিয়াম '৭০ এর দশকে টেলিভিশন শো 'মর্ক অ্যান্ড মাইন্ড'-এর জন্য প্রথম পরিচিতি পান। এ ছাড়া তিনি অনেক চলচ্চিত্রে কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় করেছেন।