দীপিকা পাড়ুকোন এবং আনুশকা শর্মা সম্পর্কটা খুব একটা মধুর নয়। আর হবে নাই বা কেন, নিজের প্রেমিকের প্রাক্তন প্রেমিকাকে কেইবা পছন্দ করেন। যেমন ক্যাটরিনার খুব একটা পছন্দের তালিকায় নাম নেই দীপিকার। ঠিক সমানভাবেই দীপিকার পছন্দের লিস্টে নাম নেই আনুশকার।
কিন্তু, বলিউডে এখন একটা গুজব রটেছে, যে আনুশকাকে দীপিকা মোটেই পছন্দ করেন না তাঁর পরবর্তী ছবি 'এনএইচ ১০' এ নাকি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।
আনুশকা শর্মার হোম প্রোডাকশনের এই সিনেমায় দীপিকার উপস্থিতির খবর শুনে স্বভাবতই খুব অবাক বলিউড। এই খবরটি যদি সত্যি হয়, তাহলে আশা করা যাচ্ছে দীপিকা-আনুশকার ক্যাট ফাইট বন্ধ হয়ে এবার একই ইন্ডাস্ট্রির সহকর্মী এই মনোভাব তৈরি হবে।
'এনএইচ ১০' ছবিটি বেড়াতে যাওয়ার পথে ঘটে যাওয়া একটি ক্রাইমের উপর নির্ভর করে তৈরি হয়েছে। নভদীপ সিং এর এই থ্রিলার ছবিটি আগামী বছরের মধ্যভাগে মুক্তি পেতে পারে।