ভারতের বিতর্কিত রিয়েলিটি শো 'বিগ বস' অনুষ্ঠানে সাধারণত তাদেরকেই আনা হয় যারা বিতর্ক বা সমস্যা খুব দ্রুত তৈরি করতে পারেন। আবার অনেক সময় তারকাদের পুরোনো বিতর্ক উসকে দেওয়ার জন্য আনা হয় কাউকে কাউকে। কিন্তু এখন পর্যন্ত বিগ বসের ঘরের সদস্যদের মধ্যেই এই বিতর্ক এবং অস্বস্তি সীমাবদ্ধ অাছে।
তবে শোনা যাচ্ছে এবার নাকি স্বয়ং অনুষ্ঠানের সঞ্চালকই বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছেন। চ্যানেলের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, 'বিগ বস' অনুষ্ঠানের নতুন সিজনে দেখা যেতে পারে সঙ্গীতা বিজলানীকে। আর সঙ্গীতার সঙ্গে সালমানের এক সময়কার হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার সকলেরই জানা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে সঙ্গীতা এবং সালমানকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। এমনকি সালমানের বাড়িতেও যেতেন সঙ্গীতা।
কালারস চ্যানেল কতৃপক্ষ আট নম্বর সিজনের জন্য সঙ্গীতা বিজলানীকে বিগ বসের ঘরে আসার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু এখনও সঙ্গীতার পক্ষ থেকে কোন জবাব পাওয়া যায়নি। মিডিয়া পাড়ায় ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার ঝড় বইছে। সঙ্গীতা যদি এবার বিগ বসের ঘরে আসে তাহলে বাকি সদস্যদের মত সঞ্চালক সালমানও কি অস্বস্তিকর পরিস্থিতির স্বীকার হবেন? জানতে হলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত।