আগামী দীপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় ফিল্ম ‘হ্যাপি নিউ ইয়ার’। ছবির অফিশিয়াল ট্রেলার মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। তবে মজার বিষয় হলো, হোয়াটস অ্যাপে এই ছবির ট্রেলার লঞ্চ হতে চলেছে। ট্রেলারটি ৩ মিনিট ১৬ সেকেন্ডের। হোয়াটস অ্যাপে ‘হ্যাপি নিউ ইয়ার’র ট্রেলার দেখতে ৯৮১৯০২০২০২ নম্বরে মিস কল বা মেসেজ করতে হবে।
এতদিন পর্যন্ত সব ছবির ট্রেলারই ইউটিউবের মাধ্যমে রিলিজ করা হত। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’ একটি এমন ছবি হতে চলেছে যা প্রথম চ্যাটিং অ্যাপ্লিকেশন নিজেদের ট্রেলারে প্রকাশ করবে। হোয়াটস অ্যাপের জনপ্রিয়তা ও প্রচারের জন্যই ছবির টিম মার্কেটিংয়ের নতুন আইডিয়া বের করেছেন। শাহরুখের এই ছবির জন্য হোয়াটস অ্যাপও তাদের শর্ত বদলেছেন। এতিদন পর্যন্ত একই ম্যাসেজ ২০০টির বেশি পাঠানো যেত না। কিন্তু ছবির মার্কেটিংয়ের জন্য এটি আর হবে না।
ছবিটি পরিচালনা করেছেন ফারাহ খান। এর আগেও শাহরুখের সঙ্গে ‘ওম শান্তি ওম’ ছবি বানিয়েছিলেন ফারাহ। ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। এছাড়াও অন্য ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ ও বিভান শাহ।