রসায়নটা যেন একটু বদলাতে শুরু করেছে। আজকাল অর্জুন কাপুর এবং দীপিকা পাড়ুকোনকে বেশ কাছাকাছি দেখা যাচ্ছে। 'ফাইন্ডিং ফ্যানি' ছবিতে একে অপরের বিপরীতে কাজ করেছেন অর্জুন ও দীপিকা। সম্প্রতি এই ছবির প্রথম গান প্রকাশ অনুষ্ঠানে বেশ অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেল তাদের।
মিডিয়ার খবর অনুযায়ী, আলিয়া ভাটের বয়ফ্রেন্ড অর্জুন। অন্যদিকে রামলীলা ছবির শুটিং করার সময়ে একাধিকবার দীপিকা ও রণবীর সিং তাদের লাভস্টোরির জন্য খবরের শিরোনামে এসেছেন। এদিন অনুষ্ঠানে একে অপরের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ লেগেছে দু'জনকেই।
দীপিকাকে দেখা গিয়েছে অর্জুনের কাছে গিয়ে সশব্দে হেসে মজা করতে। শুধু তাই নয়, এই বলিউড সুন্দরীকে অর্জুনের কোলে বসতেও দেখা যায়। এখানেই শেষ নয়, প্রশ্ন-উত্তর পর্বে অর্জুন-দীপিকা যেন একে অপরের মুখপাত্র হিসাবে জবাব দিয়ে যাচ্ছিলেন।
গুন্ডে ছবির শুটিং চলাকালীন অর্জুন ও দীপিকার প্রেমিক রণবীর সিংয়ের বন্ধুত্বও চর্চায় এসেছিল। অর্জুস ও রণবীর খুবই ঘনিষ্ঠ বন্ধু। এখন মনে হচ্ছে, অর্জুস-রণবীরের গ্রুপে ঢুকে পড়লেন দীপিকাও। রণবীর ও আলিয়া মনে কী ঈষদ জ্বলন অনুভব করছেন।