বাবা খুঁজে পাচ্ছেন না 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' খ্যাত বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট! চরিত্রের প্রয়োজনে কেউই তার বাবা হতে রাজি হচ্ছেন না। এমনকি যার হাত ধরে অভিনয় জগতে এসেছিলেন সেই করণ জোহরও না করে দিয়েছেন। তাই আলিয়া মনের দুঃখে নিজের বাবা হওয়ার প্রস্তাব দেন গোবিন্দকে। প্রথমে রাজি হলেও পরে বাবার ভূমিকায় কাজ করতে নারাজ গোবিন্দা সেট ছেড়ে চলে যান।
শেষ পর্যন্ত সাজিদ খানকে আলিয়ার বাবা হওয়ার প্রস্তাব দিলে তিনিও আগামী ছবির চিত্রনাট্যে ব্যস্ত এমন অজুহাত দেখিয়ে সরে যান। এখন মাথায় হাত পড়েছে 'শানদার' ছবির পরিচালক বিকাশ বহেলের। কি করে খুঁজে পাবেন আলিয়ার বাবাকে! আলোচনায় বলিউডের ঐতিহ্যশীল বাবা আলোকনাথের কথাও উঠে এসেছে।
এখন আলিয়া আর বিকাশ দু'জনে মিলে খুঁজতে শুরু করেছেন আলিয়ার বাবাকে। এ নিয়ে সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে দু'জনে আলোচনাও করেছেন। প্রস্তাব নিয়ে যাচ্ছেন দ্বারে দ্বারে। তাই বলে যে কেউ নয়, বাবা খোঁজার ক্ষেত্রে ব্যক্তির গ্রহণযোগ্যতাও মাথায় রেখেছেন আলিয়া-বিকাশ।
বলিউডের টিনএজ হার্টথ্রব আলিয়া ভাটের বাবা হতে বলিউডের কোন শিল্পী রাজি হন সেটাই এখন দেখার বিষয়।