ওপার বাংলার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর কথা, সুর ও সংগীতে ক্যারিয়ারের ৬১তম একক অ্যালবাম তৈরি করছেন রবি চৌধুরী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নচিকেতার সুর-সংগীতে অ্যালবাম করছেন রবি। ইতিমধ্যে এ অ্যালবামের অধিকাংশ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রবি চৌধুরী বলেন, 'এবারই প্রথম নচিকেতার কথা, সুর ও সংগীতে আমি গান গাইছি। তবে এর আগে নচিকেতা আমার সুর-সংগীতে 'পুত্র এখন পয়সাওয়ালা' চলচ্চিত্রে গান গেয়েছিলেন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। নচিকেতার সুর-সংগীতে নতুন গানগুলো 'আমার আকাশ তুমি' অ্যালবামে রাখা হবে। এ অ্যালবামের কাজটিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী কোরবানির ঈদেই অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার আলোচনা হচ্ছে'। রবি চৌধুরীর এ অ্যালবামে নচিকেতার কথা, সুর ও সংগীত করা গানগুলো হলো- 'বাংলাদেশ মানে ঢাকা', 'বিরহের সুর সেধেছি', 'চেনা বিছানার মানুষ', 'কন তোর' ও 'তোমার অবাধ্য নয়ন'। ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি।
২০১১ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় রবি চৌধুরীর সর্বশেষ একক অ্যালবাম 'চট্ট-মেট্ট'।