কলকাতার জি-বাংলা চ্যানেলের সংগীত প্রতিযোগিতা 'সারেগামাপা'র বিচারক হলেন জেমস। প্রতিযোগিতার দুটি পর্ব সাজানো হচ্ছে ব্যান্ডসংগীত নিয়ে। এ দুটি পর্বের জন্যই বিশেষ বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জেমসকে। হরিহরণ, কুমার শানু ও অলকা ইয়াগনিক থাকছেন প্রতিযোগিতার মূল তিন বিচারকের আসনে।
জেমসের উপস্থিতিতে দুটি পর্বে আয়োজকরা নানা চমক রাখছেন বলে জানা গেছে। একটি বিশেষ সূত্র জানায়, প্রতিযোগীদের প্রত্যেকেরই জেমস ও নগরবাউল ব্যান্ডের গান পরিবেশন করবেন। প্রতিযোগিতাটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত সাড়ে ১০টায় প্রচার হচ্ছে।