'আমার আশপাশের সবাই চাইছেন এখনই বিয়ে করে থিতু হই আমি, কিন্তু কবে থিতু হব এ বিষয়ে আমি এখনো জানি না। অবশ্য থিতু হওয়ার জন্য নিজের ওপর কোনোরকম চাপ সৃষ্টি করতে চাই না। এটি এমন একটি বিষয়, যা যখন ঘটার তখনই ঘটবে।'
সম্প্র্রতি এভাবেই নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বাঙালি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। 'লাভ স্টোরি ২০৫০' তারকা হারমান বাওয়েজার সঙ্গে প্রেমের কথাও স্বীকার করেছেন ৩৫ বছর বয়সী বিপাশা। তিনি বলেন, 'হারমান ও আমি ভালো বন্ধু। দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্কই গড়ে উঠতে পারে না। দুজন দুজনকে নিয়ে অনেক সুখী আমরা।'