যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামসের বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬৩ বছর বয়সী এই অভিনয়শিল্পী আত্মহত্যা করেছেন বলে ক্যালিফোর্নিয়া পুলিশের ধারণা। 'গুড মর্নিং ভিয়েতনাম' ও 'ডেড পোয়েটস সোসাইটি'র মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বজোড়া খ্যাতি পাওয়া রবিন উইলিয়ামস বেশ কিছুদিন ধরে মারাত্মক বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার এজেন্ট। গত কয়েক বছরে নিজের অ্যালকোহল ও মাদক ছাড়ার চেষ্টা নিয়ে একাধিকবার প্রকাশ্যে রসিকতা করেছেন রবিন উইলিয়ামস। গত জুলাই মাসে তাকে পুনর্বাসন কেন্দ্রেও ঘুরে আসতে হয়। তার বিদায়ে শোকগ্রস্ত হলিউডপাড়া।