মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অভিনেত্রী লরেন ব্যাকল গতকাল মঙ্গলবার মারা গেছেন। তিনি তার নিউইয়র্কের বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত অসুস্থতার কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর বিবিসি অনলাইন।
মঞ্চ ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী ১৯২৪ সালে নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। মাত্র ১৯ বছর বয়সে হলিউডে তার অভিষেক ঘটে। ১৯৪৪ সালে মুক্তি পায় ব্যাকলের প্রথম ছবি ছিল 'টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট'। এ ছবিতে তার বিপরীতে ছিলেন হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হামফ্রে বোগার্ট যার সঙ্গে পরের বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্যাকল।
হলিউডের ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ব্যাকল। ২০০৯ সালে সম্মানসূচক অস্কার পান তিনি।