বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের দেখা পৃথিবীর সেরা সুন্দরী হলেন তার মা তেজি বচ্চন। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে একটি বার্তা দিয়ে একথা জানান তিনি। গতকাল ছিল তেজি বচ্চনের জন্মবার্ষিকী। তাই মায়ের জন্মদিনে স্মৃতির সাগরে ডুব দিয়েছেন এ অভিনেতা। স্বর্গীয় মাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও।
টুইটারে তিনি লিখেছেন, দুনিয়ায় তার দেখা সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি। তার কোমল, নরম স্বভাব আজও তাকে মনে করায় মায়ের স্নেহের উষ্ণতার কথা। মেগাস্টার অমিতাভের জীবনে বহু সুন্দরী নারীর আনাগোনা থাকলেও তিনি অনুভব করেন তার মাকে। জনপ্রিয় এ অভিনেতা বলেন, মায়ের অনুপস্থিতি আজও তিনি অনুভব করেন। তার হাতের ছোঁয়া আজও তাকে কাঁদায়।
উল্লেখ্য, ফয়সালাবাদের ক্ষত্রী শিখ পাঞ্জাবি পরিবারের মেয়ে তেজি ছিলেন একজন সমাজসেবিকা। ১৯৪১ সালে অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী হরিবংশ রাই বচ্চনের হিন্দি ম্যাকবেথে লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ছেলে অমিতাভের ছবি ‘কভি কভি’তে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তেজি বচ্চন।