কবরী। জীবন্ত কিংবদন্তি অভিনেত্রীর পরিচয়ের মধ্যেই শুধু তিনি সীমাবদ্ধ নন, বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসের অন্যতম একজন কুশীলবও। পৃথিবীতে কিছু মানুষ থাকেন, যার তুলনা শুধু তিনি নিজেই। কবরী তেমনই একজন সমৃদ্ধ মানবী। সম্প্রতি তিনি পেরিয়ে গেলেন অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর। রুপালি মোড়কে মোড়ানো এই ৫০টি বছর আমাদের চলচ্চিত্রকে দিয়েছে অনেক। বিনিময়ে বাঙালিদের তুমুল স্বপ্ন ও পছন্দের নায়িকা হয়ে আছেন তিনি। প্রতিটি বাঙালি তাকে যতনে তুলে রেখেছে হৃদয়ে। সেই হাসি, সেই চাহনি, সেই লাস্য, সেই মায়া- পরিপূর্ণ অভিনয় সত্তা এক। এই অভিনেত্রীর স্বর্ণালি অধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা বাংলাদেশ প্রতিদিন পরিবারের। তাই তাকে নিয়ে আজ বিশেষ আয়োজন। এতে উঠে এসেছে কবরীর জীবনের চুম্বকীয় অধ্যায়গুলো...