ষাটের দশকে নায়ক আজিম থেকে শুরু করে সত্তর দশকে জাফর ইকবাল পর্যন্ত সব নায়কের সঙ্গেই অভিনয় করেছেন কবরী। তার প্রথম ছবি 'সুতরাং'-এ নায়ক ছিলেন সুভাষ দত্ত। তবে প্রেমের ছবিতে রাজ্জাকের সঙ্গে কবরী জুটি সর্বকালের সেরা। কলকাতার উত্তম-সুচিত্রা জুটির মতো ঢাকার রাজ্জাক-কবরী জুটি চিরন্তন হয়ে আছে, থাকবে। রাজ্জাকের সঙ্গে 'আবির্ভাব', 'ময়নামতি', 'নীল আকাশের নিচে', 'কত যে মিনতি', 'দীপ নিভে নাই', 'যে আগুনে পুড়ি', 'দর্পচূর্ণ', 'স্মৃতিটুকু থাক', 'রংবাজ', 'বেঈমান', 'অবাক পৃথিবী', 'কাঁচকাটা হীরে', 'উপহার' থেকে শুরু করে সর্বশেষ 'আমাদের সন্তান'-এ অভিনয় করে দর্শক হৃদয়ে দাগ কেটেছেন কবরী। অন্য নায়কদের মধ্যে ফারুক, সোহেল রানা, আলমগীর, উজ্জ্বল, বুলবুল আহমেদ উল্লেখযোগ্য।
উজ্জ্বলের প্রথম ছবি 'বিনিময়', সোহেল রানা নির্মিত প্রথম ছবি 'মাসুদ রানা' ও ফারুকের প্রথম ছবি 'জলছবি'র নায়িকা কবরী। এই নায়কের সঙ্গে 'সারেং বৌ' ও 'সুজন সখী'র কথা কখনো ভুলবে না দর্শক। আলমগীরের প্রথম ছবি 'আমার জন্মভূমি'র নায়িকাও কবরী। জাফর ইকবালের প্রথম ছবি 'আপন পর'র নায়িকাও তিনি। বুলবুল আহমেদের সঙ্গে 'দেবদাস', 'বধূবিদায়' 'ওয়াদা' সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে।