'পাড়ি', 'ছিন্ন', 'কিনারা'র মতো প্রশংসিত টেলিফিল্মের নির্মাতা ওয়াহিদ আনাম এবার চলচ্চিত্র নির্মাণ করবেন। চলচ্চিত্রের বিষয় 'লঞ্চডুবি'। নভেম্বর থেকে শুটিং শুরু হবে। ওয়াহিদ বলেন, 'এখনো অভিনয়শিল্পী কারা হবে ভাবিনি। আপাতত স্ক্রিপ্ট লিখছি। তিনি জানান, নির্দিষ্ট কোনো গল্প থাকছে না। কিছু টুকরো টুকরো গল্প নিয়ে কাহিনী তৈরি হচ্ছে। যাতে একটি লঞ্চে নানা শ্রেণীর যাত্রীর ঘটনা উঠে আসে। প্রথম চলচ্চিত্র নিয়ে ওয়াহিদ বলেন, চলচ্চিত্রের বিষয় ছিল অন্য একটি। হঠাৎ করে লঞ্চডুবি আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যে, সিদ্ধান্ত বদল করেছি। চলচ্চিত্রটি অনেক মানবিক হবে।'